ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বৈশাখে আসছে সোহেল-রিক্তার দুটি মিউজিক্যাল ফিল্ম   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৭, ৮ এপ্রিল ২০১৮ | আপডেট: ২০:২৬, ৮ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

আসছে পহেলা বৈশাখ। এই বৈশাখ উপলক্ষে মিডিয়ায় ব্যস্ততা বেড়ে যায় শিল্পীদের। তেমনি ডাবল ধামাকা নিয়ে আসছেন এ সময়ের জনপ্রিয় মুখ সোহেল আহমেদ ও অভিনেত্রী ফারজানা রিক্তা। ‘সাঈ ও ‘ভালোই পারো’ শিরোনামের দুটি মিউজিক্যাল ফিল্মে জুটি বেধেঁ অভিনয় করেছেন তারা। মিউজিক্যাল ফিল্ম দুটি নির্মান করেছেন তরুণ নির্মাতা সাজিন খান।    

‘সাঈ’ শিরোনামের গানটি গেয়েছেন ডি এইচ আকাশ। গানটির কথা ও সুর করেছেন মনিন রনি। আর মিউজিক করছেন জেড এইচ বাবু। `ভালোই পারো` গানটিতে কণ্ঠ দিয়েছেন ইয়াসিন খান। গানটির কথা দিয়েছেন রাফিউজ্জামান রাফি। আর মিউজিক কম্পোজিশন করছেন রেমো বিপ্লব।   

সম্প্রতি মানিকগঞ্জের মনোরম লোকেশনে গানদুটির চিত্রধারন করা হয়েছে। বৈশাখ উপলক্ষে গানদুটি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি থেকে প্রকাশ হওয়ার কথা রয়েছে।

গান নিয়ে মডেল সোহেল বলেন,‘মিউজিক্যাল ফিল্মের গান দুটি অনেক সুন্দর লোকেশনে করা হয়েছে। এর মধ্যে বৈচিত্র রয়েছে। আশা করি মিউজিক্যাল ফিল্ম দুটি দর্শকের মনে জায়গা করে নিবে।’

গান নিয়ে অভিনেত্রী ফারজানা রিক্তা বলেন, ‘দুটো কাজই অনেক ভালো হয়েছে। আশা করছি, সবার ভালো লাগবে। রিক্তার সঙ্গে তাল মিলিয়ে নির্মাতা সাজিন খান গান দুটি সম্পর্কে বলেন, ‘দুটো মিউজিক্যাল ফিল্মই দারুণ মানসম্পন্ন হয়েছে। আমি আশাবাদী মিউজিক্যাল ফিল্ম দুটো দর্শকের মন কাড়বে।’  

মিউজিক্যাল ফিল্মে সোহেল-রিক্তা ছাড়াও অন্যন্য চরিত্রে ছিলেন দ্বীপক কর্মকার, সানবির খান, তামি রহমান। ক্রিয়েটিভ পরিচালক ছিলেন রাহমান রাহুল ও আদিব হাসান, ডিওপি ছিলেন সানি খান।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি